চট্টগ্রাম: লোহাগাড়া থানার মাহামুদুল হক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ নুরুল আলমকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার মোহাম্মদ নুরুল আলম (৪৫), লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।
র্যাব-৭ জানিয়েছেন, ২০০১ সালের ৩ নভেম্বর লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাজঘাটা এলাকায় মাহামুদুল হককে মারধর ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ৫ নভেম্বর মাহামুদুল হক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, মাহামুদুল হক হত্যার আসামি নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে এগারোটার দিকে নগরের কোতয়ালী থানা এলাকা অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ নুরুল আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর যাবৎ নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমআই/পিডি/টিসি