চট্টগ্রাম: কর্ণফুলিতে অবৈধ দখল করে রাখা ৮ একর পরিমাণের ৬টি সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যা আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
সম্প্রতি কর্ণফুলি উপজেলা প্রশাসনের অভিযানে জুলধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে পুকুর গুলো উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল।
তিনি আরও বলেন, সরকারি খাস জমিতে প্রবেশ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ ৬টি পুকুর ‘কর্ণফুলী উপজেলা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহার হবে। এছাড়া পুকুরের পাড় এলাকার সকল মানুষের চিত্ত বিনোদন, হাঁটাহাঁটি ও সুস্থ্যতার জন্য উন্মুক্ত থাকবে। এই ৮ একর জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
বাংলাদে সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমআর/পিডি/টিসি