চট্টগ্রাম: নগরের জাকির হোসেন সড়কের চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবা বাড়ছে তিন ঘণ্টা। রোববার (৩ সেপ্টেম্বর) থেকে সিভাসুর মূল ক্যাম্পাসে অবস্থিত এ হাসপাতালে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হবে।
সিভাসুর সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গবাদি ও পোষা প্রাণী প্রতিপালক এবং খামারিদের সুবিধার্থে সিভাসু কর্তৃপক্ষ ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাসেবার সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সরকারি ছুটির দিনে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকবে। আগে সিভাসুর এ হাসপাতালে চিকিৎসাসেবা চলত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এআর/পিডি/টিসি