ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ১২৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ১২৯ চমেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝর্না রানী নামে ৪৩ বছর বয়সী এক নারী মারা গেছেন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯ রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি মাসে ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।  

রোববার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ঝর্না রানী নামে ওই নারী সাতকানিয়া এলাকার শুকুমারের স্ত্রী।  

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৭ আগস্ট রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হন ঝর্না রানী। ২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন রোগী।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৩৫ জন। এর মধ্যে আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। অন্যদিকে এবছর ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, সবার আগে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরও যত্নবান হওয়া জরুরি। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।