ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে সেমিনার 

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে ধর্মনিরপেক্ষতার অসংশোধন যোগ্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 সম্প্রতি বিভাগীয় সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল আলোচক ছিলেন প্রভাষক মো. জাহেদুল ইসলাম।  

এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দীন খালেদ, বিভাগীয় প্রধান মুর্তজা ইসলাম জোহানজেব তারেক, সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক মো. ইয়াসিন এবং প্রভাষক তারিন হাসান।


 
সেমিনারে মো. জাহেদুল ইসলাম বলেন, ধর্মনিরপেক্ষতার অসংশোধনযোগ্যতার যে বিধান বাংলাদেশের সংবিধানে সংযোজিত হয়েছে, তা আদালত কর্তৃক আইনি ব্যাখ্যা ও সাংবিধানিক রীতিনীতির মাধ্যমে অনেক ক্ষেত্রে তা অনানুষ্ঠানিকভাবে সংশোধনের সুযোগ তৈরি হয়। এক্ষেত্রে আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সমাপনী বক্তব্যে আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ বলেন, কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে ধর্মনিরপেক্ষতার নীতি সঠিকভাবে মেনে চলা সকলের দায়িত্ব।

সেমিনারে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।