চট্টগ্রাম: রাউজানের ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে দীর্ঘ ২৯ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
আবু বক্কর (৪৮) স্থানীয় গরীব উল্লাহ পাড়ার মৃত মাহবুব আলমের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, ১৯৯৪ সালে ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। রোববার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাউজান থানার গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে আবু বক্করকে গ্রেফতার করা হয়।
আবু বক্কর গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এমআই/এসি/টিসি