ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে ২ দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
চুয়েটে ২ দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে। এ কনফারেন্সের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ।

আয়োজক কমিটির সচিব পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী জানান, চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল নয়টায় এই কনফারেন্স শুরু হবে। শেষ হবে শুক্রবার।

৫ম বারের মত আয়োজিত দুদিনের এই কনফারেন্সে দেশ-বিদেশের পদার্থবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত 5th Intentional Conference on Physics for Sustainable Development & Technology (ICPSDT-2023) শীর্ষক আন্তর্জাতিক এই কনফারেন্সে ৪টি কি–নোট স্পিস, ১৪টি ইনভাইটেড স্পিস ও ১৪টি টেকনিক্যাল সেশনে ১১২টি প্রবন্ধ গবেষক এবং ১টি পোস্টার সেশনে ৫৭টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন, ভারত, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পদার্থবিজ্ঞান বিষয়ের কয়েকশ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের মিলনমেলা বসবে। কনফারেন্সে ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। কনফারেন্সের এবারের থিম হচ্ছে ‘উদীয়মান ভবিষ্যতের জন্য পদার্থবিজ্ঞান’।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। গেস্ট অফ অনার থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর। সভাপতিত্ব করবেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন কুমার রায়।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।