চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজা মিয়া নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনগণ ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।
ইউএনও শরীফ উল্যাহ বাংলানিউজকে বলেন, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাজা মিয়া (২৪) নামের এক যুবক অশালীন আচরণ করতে থাকে। একপর্যায়ে তার পথরোধ করে হাত ধরে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটি দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারের প্রেক্ষিতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণের জন্য লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
বিই/এসি/টিসি