চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে হেলে পড়া গাছের সঙ্গে লেগে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার ক্যাম্পাসগামী শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন , চৌধুরীহাট এলাকায় রেললাইনের জায়গায় গাছের ডালপালা ঝুলে ছিল। শাটল ট্রেন চৌধুরীহাট পার হওযার সময় ছাদে থাকা শিক্ষার্থীরা হেলে থাকা গাছের সঙ্গে আঘাত পেয়ে আহত হন।
জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৭ জনকে তাৎক্ষণিক ফতেহাবাদ ক্লিনিক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আবদুল্লাহ আল কাফি বলেন, আমরা ছাদ থেকে ৩ জনকে রক্তাক্ত অবস্থায় নামিয়েছি। এরমধ্যে দুইজনের মাথা ফেটে গিয়েছিলো। আরেকজন পায়ে আঘাত পেয়ে পা নাড়াতে পারছিলেন না। ট্রেনের অন্য পাশ দিয়ে আরও ৩ জনকে নামানো হয়। তারা অজ্ঞান ছিলেন।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে শাটলট্রেন ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে চবি জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশকিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত চবি উপাচার্যের বাংলোর সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
এমএ/পিডি/টিসি