চট্টগ্রাম: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দি পেনিনসুলা চিটাগাংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার, ওয়ার্কশপ এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) পেনিনসুলার জিনিয়া কনফারেন্স হলে ‘গ্রিন ইনভেস্টমেন্ট এবং পর্যটন শিল্পে এর প্রভাব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে চট্টগ্রামের খ্যাতনামা একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ইন্টারেক্টিভ সেশনে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়।
সেমিনারে পর্যটন শিল্প বিশেষজ্ঞ, পরিবেশকর্মীসহ পরিবেশ ও পর্যটন শিল্প সংশ্লিষ্ট লোকজন অংশ নেন। সেমিনারে কি নোট স্পিকার হিসেবে মূল বিষয়ের ওপর বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোখলেসুর রহমান।
আলোচনা করেন চট্টগ্রাম টুরিস্ট পুলিশের সুপার মো. আপেল মাহমুদ, সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্টের সমন্বয়কারী আলী একরামুল হক, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেডের সভাপতি, সিইও এবং পরিচালক মো. নুরুল আকতার, ডেপুটি সিইও এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সিএফও এসএম মনিরুল ইসলাম, পেনিনসুলা চিটাগংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন।
তারা সবুজ বিনিয়োগ কৌশল বাস্তবায়নে অভিজ্ঞতা এবং সাফল্যের গল্প তুলে ধরেন। পাশাপাশি সবুজ বিনিয়োগ কীভাবে পরিবেশ এবং অর্থনীতি উভয় ক্ষেত্রে সফল হতে পারে তার উদাহরণ তুলে ধরেন। সেমিনার ও ওয়ার্কশপে বিশেষ আকর্ষণ ছিল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের যোগাযোগ দক্ষতা প্রদর্শন করার এবং ‘সবুজ বিনিয়োগ’ থিমে তাদের ধারণাগুলো ভাগ করার সুযোগ লাভ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ শিক্ষিার্থীরা তাদের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে ধারণা, পরামর্শ এবং অর্জিত জ্ঞান তুলে ধরেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এআর/পিডি/টিসি