ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন ...

চট্টগ্রাম: দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার মো. নূর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তাসহ খতমে কুরআনে অংশগ্রহণকারী হাফেজবৃন্দ।

 

সকালে খতমে কুরআন দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.)’র কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা রাসূলের (সা.) উম্মত। হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ বুকে ধারণ করে ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে শান্তিময় জীবন গঠন করার তাগিদ দেন বক্তারা।

পরে দেশ, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ