চট্টগ্রাম: ‘শুনুন আপনার হৃদয়ের কথা’ স্লোগানে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে নারায়না হেলথ ইনফরমেশন সেন্টার চট্টগ্রাম আয়োজন করেছে সচেতনতামূলক বর্ণাঢ্য ওয়াকাথন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় ওয়াকাথন এর উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান দোলন।
১৪০ জনের উপস্থিতিতে ওয়াকাথন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন আইসি প্রধান মো. মোক্তার হোসেন টিটো, দীপঙ্কর চৌধুরী, অভিজিৎ চৌধুরী, আরাফ বিন জাবের, রাভিন সামিয়া, শতায়ু ডিসি হিল থেকে মনসুর আহমেদ ও তার দল।
ওয়াকাথন চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চেরাগী পাহাড় হয়ে জামালখান গিয়ে শেষ হয়। ওয়াকাথন এর উদ্বোধনের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমাদের হৃদয়কে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে। নিয়ম মেনে খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে হার্টের সমস্যা থেকে দূরে থাকা যায়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
বিই/এসি/টিসি