ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘টিএভিআর পদ্ধতিতে হার্টে ভালভ লাগাতে ঝুঁকি কম’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
‘টিএভিআর পদ্ধতিতে হার্টে ভালভ লাগাতে ঝুঁকি কম’ ...

চট্টগ্রাম: অপারেশনের মাধ্যমে হার্টে ভালভ লাগানো হলেও চট্টগ্রামে এ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই হার্টে লাগানো হয়েছে ভালভ।  

বুধবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে চিকিৎসক ডা. এমএ রউফ বলেন, বিশেষ এ পদ্ধতিতে অস্ত্রোপচারের পর রোগীরা হাসপাতাল থেকে দ্রুত বাসায় চলে যেতে পারেন। ৪-৫ দিনের মধ্যে নিজ নিজ কাজে যোগ দিতে পারেন।

এ পদ্ধতিতে চিকিৎসা সারা বিশ্বে খুব জনপ্রিয়। দেশে এই চিকিৎসা পদ্ধতি না থাকায় এতদিন এ ধরনের রোগীদের বিদেশে উচ্চ মূল্যে সেবা নিতে হতো। এই পদ্ধতি পরিপূর্ণভাবে দেশে চালু হলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সব শ্রেণির মানুষ খুব সহজে অল্প খরচে এ চিকিৎসা নিতে পারবেন।

তিনি আরও বলেন, দুভাবে রোগীকে ভালভ পড়ানো যায়। এর একটি হলো বুক কেটে। এই পদ্ধতিতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে বুকের হাড় কাটতে হয় এবং প্রক্রিয়াটি ঝুঁকিপূর্ণ। পরিপূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগে। দ্বিতীয় পদ্ধতিটি কম ঝুঁকিপূর্ণ। এ পদ্ধতিতে বুক না কেটে অজ্ঞান না করে পায়ের কুঁচকি দিয়ে ভালভ প্রতিস্থাপন করা হয়, যাকে টিএভিআর বলা হয়। যা আমরা সফলতাভাব করেছি।

এ সময় হাসপাতালের চিকিৎসক ডা. প্রীতি বড়ুয়াসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ