ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টি, জরিমানা ১০ হাজার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টি, জরিমানা ১০ হাজার

চট্টগ্রাম: নগরের কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টির দায়ে ৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (৪ অক্টোবর) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

এ সময় কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাঁচলাইশ,কাতালগঞ্জ, মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয়পাশে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয় 

অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভবনের পণ্য ফেলে রাস্তার ক্ষতিসাধন করার অপরাধে ২টি ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ