চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি ও লাড্ডু তৈরি করায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা দস্তির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, নোংরা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি, লাড্ডু ইত্যাদি খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
বিই/পিডি/টিসি