ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধান বিচারপতির বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
প্রধান বিচারপতির বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ 

চট্টগ্রাম: প্রধান বিচারপতির বাড়িতে হামলার প্রতিবাদে সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) চট্টগ্রাম আদালত ভবন চত্বরে জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন মহানগর পিপি আব্দুর রশিদ, বিশেষ পিপি অশোষ কুমার দাশ, অতিরিক্ত পিপি নাছির উদ্দীন ও তপন কুমার দাশ।

 

শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বাংলাদেশর আইন অঙ্গনের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর বাসভবনে বিএনপি জামায়াতের নগ্ন হামলা ও ভাঙচুর করে বিচারপতি ওবায়দুল হাসানকে আঘাত করেননি বরং বাংলাদেশের বিচার ব্যবস্থায় আঘাত এনেছে। এই বিএনপি-জামায়াতের পরিকল্পিত হামলা করে স্বাধীন বিচার ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিবেকবান সকল মানুষ অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করে দেশের আইনের শাসন সমুন্নত রাখতে হবে।  

 এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এসএম বজলুর রশীদ মিন্টু , সহ সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইমরান, অ্যাড. ভবতোষ নাথ, মোস্তাফিজুর রহমান, অনুপম চক্রবর্তী, আব্দুল্লাহ আল মামুন, বিধান বিশ্বাস, পাপড়ি সুলতানা, মইনুল আলম টিপু, মাহতাব উদ্দিন, স্বপন রায়, ওমর ফারুক শিবলী, মামুন করিম, জাহেদ উদ্দিন চৌধুরী, টিপু শীল জয়দেব, নুর জাহান মুনা, ইমরান উদ্দিন, ইমতিয়াজ সোহেল, সুব্রত শীল রাজু, অভিজিৎ ঘোষ, রোকোনুজ্জামান মুন্না, রাশেদ চৌধুরী, মোছলে উদ্দিন, রিগ্যান আচার্য, সিরাজ-উদ-দৌলা, তানজিলা মান্নান যুথী, প্রতিত বড়ুয়া জনি, বৃষ্টি কবির প্রমুখ।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।