চট্টগ্রাম: অবরোধের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে আগ্রাবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
বিএনপির দাবি করা গ্রেফতার ৩০ নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, থানা যুগ্ম সম্পাদক আবু তাহের, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক নেতা ইলিয়াছ, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুমন, বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সদস্য মো. শাকিল, মো. রাশেদ, সরাইপাড়া ওয়ার্ড যুবদল নেতা আল আমিন, মো. হৃদয়, ইকবাল হোসেন, দক্ষিণ হালিশহর ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম, শুলকবহর ওয়ার্ড বিএনপি নেতা মো. আলমগীর, মো. আলম সওদাগর ও থানা যুবদলের সদস্য আমজাদ হোসেন। তাছাড়া গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে অবরোধের সমর্থনে নগরের লালদিঘির পাড় এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে মিছিল বের করার সময় কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, পদুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাতবাড়ীয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলম ও সহ সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, উত্তর সাতকানিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ, চর পাথরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন মিশু, বিএনপি নেতা মাহবুবুর রহমান ও মো. ইছহাককে গ্রেফতার করে।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী জানান, চট্টগ্রামের মানুষ ‘শান্তিপূর্ণভাবে’ অবরোধ পালন করা হচ্ছে। বুধবার অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করা হয়েছে। অবরোধকে কেন্দ্র করে পুলিশ চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমআই/পিডি/টিসি