চট্টগ্রাম: ২৫ বছর আগের ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড শুনে আদালতের লকাবে অজ্ঞান হয়ে পড়ে আবুল কাশেম প্রকাশ মাঝী কাশেম নামে এক আসামি।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালতে এই ঘটনা ঘটে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নুরুল আনোয়ার চৌধুরী বাংলানিউজকে বলেন, ১৯৯৮ সালের ২৪ জুলাই ডাকাতির ঘটনায় পটিয়ার থানায় করা মামলায় আবুল কাশেম প্রকাশ মাঝী কাশেম নামে এক আসামিকে তিন বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অন্য আসামিদের সাত বছরের কারাদণ্ড দেন আদালত। আবুল কাশেম দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বাংলানিউজকে বলেন, আদালতে একজন আসামি রায় শুনে অসুস্থ হয়ে পড়েছিল। পরে সুস্থ হলে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এমআই/পিডি/টিসি