ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নালায় লাফ দিয়ে উধাও ছিনতাইকারী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
নালায় লাফ দিয়ে উধাও ছিনতাইকারী!

চট্টগ্রাম: নগরের জামালখানে এক নারীর হাত ব্যাগ টান দিয়ে নালায় লাফ দেন এক যুবক। পরে সেই যুবককে খোঁজতে নামেন ফায়ার সার্ভিসের একটি টিম।

কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও সেই যুবককে খোঁজে পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের জামালখান এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। তার ব্যাগ টান দিয়ে নালায় লাফ দেন ছিনতাইকারী যুবক। এরপর নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হন। ঘটনা শুনে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন উপস্থিত এক যুবক। পরে পুলিশের একটি দল এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।  

কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সাজ্জাদ বাংলাসিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে বিষয়টি আমরা জানায়। তারা খোঁজাখুঁজি করে নালায় কিছু খুঁজে পাননি।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাহুল দেব নাথ বলেন, নালাটির ভেতরে গভীর দুটি সুড়ঙ্গপথ রয়েছে। এই পথ ধরেই সম্ভবত সে ছিনতাইকারী পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ খুঁজেও কিছু পাননি।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।