ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দাবায় রুবেল খান, টেবিল টেনিসে সুবল বড়ুয়া চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
দাবায় রুবেল খান, টেবিল টেনিসে সুবল বড়ুয়া চ্যাম্পিয়ন ...

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার দাবা অনূর্ধ্ব-৫০ প্রতিযোগিতায় ৮ পয়েন্ট নিয়ে রুবেল খান চ্যাম্পিয়ন হয়েছেন। ৭ দশমিক ৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে রানার আপ হন অরুণ বিকাশ দে এবং জাকের আহমেদ, ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন সুমন ঘোষ।

খেলা পরিচালনা করেন চিফ আরবিটার রাকিব-উল-ইসলাম সাচ্চু এবং ডেপুটি চিফ আরবিটার মো. নুরুল আমিন।

টেবিল টেনিস (টিটি) অনূর্ধ্ব-৫০ এককে সুবল বড়ুয়া চ্যাম্পিয়ন হয়েছেন।

রানার আপ হন সুমন গোস্বামী। টিটি পঞ্চাশোর্ধ এককের প্রথম সেমিফাইনালে সুলতান মাহমুদ সেলিম, এম নাসিরুল হককে হারিয়ে ফাইনালে উন্নীত হন।  

খেলা পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, ক্রীড়া উপ-কমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, জাকির হোসেন লুলু, সুলতান মাহমুদ সেলিম ও ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।