ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ওলামা লীগের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
চট্টগ্রামে ওলামা লীগের কমিটি ঘোষণা ওলামা লীগের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ও সদস্যসচিব।

চট্টগ্রাম: প্রথমবারের মতো আওয়ামী ওলামা লীগের চট্টগ্রাম মহানগর শাখার ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

এতে হাজি মুহাম্মদ ইব্রাহিমকে আহ্বায়ক ও কাজী মাওলানা মুহাম্মদ সারুয়ারে আলমকে সদস্যসচিব করা হয়েছে।

 

সোমবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ড. িকেএম আব্দুল মমিন সিরাজী ও সাধারণ সম্পাদক মো. আমিনুল হকের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক ৮ জনকে সদস্যসচিব ও ১৯ জনকে সদস্য করা হয়েছে।

কমিটির সদস্যসচিব কাজী মাওলানা মুহাম্মদ সারুয়ারে আলম জানান, এই প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগরে ওলামা লীগের কমিটি গঠন করা হয়েছে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য নির্বাচনের আগে এই কমিটি দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে যারা বাধা দিতে চায় তাদেরও প্রতিহত করবে ওলামা লীগ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।