ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে যাচ্ছেন ফারুক তাহের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে যাচ্ছেন ফারুক তাহের ফারুক তাহের।

চট্টগ্রাম: ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে সেন্টার স্টেজ বারাসাত আয়োজিত গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছেন আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে তিনি কলকাতার উদ্দেশে দেশ ত্যাগ করেন।

বিদ্যাসাগর অডিটোরিয়ামে দুই বাংলার আবৃত্তি, সংগীত ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কথামালায় অংশগ্রহণ ও একক আবৃত্তি পরিবেশন করবেন ফারুক তাহের।
এ ছাড়া তিনি ২১ জানুয়ারি কলকাতা বইমেলা মঞ্চেও আবৃত্তি করবেন।  

‘আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক’ শিরোনামে গঙ্গা-পদ্মা উৎসবের আয়োজন ও ভাবনায় রয়েছেন সেন্টার স্টেজ বারাসাতের পরিচালক ও নজরুল রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি আবৃত্তিশিল্পী সাদেকুল করিম।  

ফারুক তাহের ছাড়াও এ উৎসবে আমন্ত্রিত হয়ে এপার বাংলা থেকে অংশ নিচ্ছেন ঢাকার আবৃত্তিশিল্পী ও সংগঠক মাসুম আজিজুল বাসার, খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে কবি ও আবৃত্তিশিল্পী চিংলামং চৌধুরী, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা, সংগীতশিল্পী ছায়া কর্মকার প্রমুখ।

দেশের প্রতিনিধিত্বশীল আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের ভারতের বিভিন্ন রাজ্যের আবৃত্তি সংগঠনের আমন্ত্রণে একক ও সংগঠনসহ এর আগে বহুবার ভারত সফর করেছেন। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।