ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিকদের মানববন্ধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিকদের মানববন্ধন  ...

চট্টগ্রাম: সড়কে চাঁদাবাজি বন্ধসহ নানা দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে নগরের বারেক বিল্ডিং এলাকায় এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় তারা আগামী ২১ জানুয়ারি বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) ২৪ ঘণ্টার পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট আহ্বান করেন এবং অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সমন্বয় পরিষদের আহবায়ক রবিউল মাওলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. হাসান মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহামদ, সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. আবুল খায়ের, আবদুস ছবুর, মো. ইলিয়াছ, মো. সেলিম খান, সফিকুর রহমান, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম, কদর আলী মুছা, মো. আরিফুল ইসলাম, মো. আলমগীর, আবদুর রহিম, মো. হারুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।