ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিধান নেই তবুও রোগী ভর্তি রাখে ফিজিওথেরাপি সেন্টার, বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
বিধান নেই তবুও রোগী ভর্তি রাখে ফিজিওথেরাপি সেন্টার, বন্ধের নির্দেশ

চট্টগ্রাম: ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগী ভর্তি রাখার বিধান না থাকলেও রোগী ভর্তি রাখার প্রমাণ পেয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন  কয়েকটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শনে এমন সত্যতা পান।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, নগরের পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার ও চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিদর্শনে গিয়ে রোগী ভর্তি পাওয়া যায়। অথচ তাদের রোগী ভর্তি রাখার সুযোগ নেই।

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ব্যাতিরেকে রোগী ভর্তির দায়ে প্রতিষ্ঠান দুটিকে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় ডেপুটি সিভিল সার্জনসহ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।