চট্টগ্রাম: ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগী ভর্তি রাখার বিধান না থাকলেও রোগী ভর্তি রাখার প্রমাণ পেয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন কয়েকটি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শনে এমন সত্যতা পান।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, নগরের পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার ও চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিদর্শনে গিয়ে রোগী ভর্তি পাওয়া যায়। অথচ তাদের রোগী ভর্তি রাখার সুযোগ নেই।
এসময় ডেপুটি সিভিল সার্জনসহ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমআর/পিডি/টিসি