চট্টগ্রাম: বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ প্রান্তে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, অটোরিকশা চালক মিশকাত, নাসির উদ্দির, খালেদা বেগম, সুপিয়া বেগম ও সাদেক উদ্দিন। আহতদের মধ্যে নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় বাঁশখালীগামী বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকটি প্রথমে একটি যাত্রীবাহী অটোরিকশা ও পরে টোল প্লাজার সামনে দাঁড়ানো দুইটি মোটরসাইকেলকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বাংলানিউজকে বলেন, এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে চমেক ও বাকিদের স্থানীয় চানপুর সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
বিই/পিডি/টিসি