চট্টগ্রাম: শহীদ আসাদ দিবস’ পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নগরের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রধান আলোচক ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের মাঝে চির জাগরুক থাকবেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সংগঠনের কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী,আশেক মাহমুদ মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহি আল জিসা, ইলিয়াছ হায়দার, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কোহিনুর আকতার, মফিজুর রহমান বাহাদুর, এস এম মাহী, নাজিম ভূইঁয়া, জহির খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এমআর/টিসি