চট্টগ্রাম: নগরের এনায়েত বাজার ওয়ার্ডের অসহায় ও শীতার্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) রাতে এনায়েত বাজার গোয়াল পাড়া আনসারি ম্যানসন মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
এনায়েত বাজার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্ত্বাবধানে এতে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, সাবেক যুবনেতা রিটু দাশ বাবলু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইসমাইল মনু, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহান সারু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সাহাব উদ্দীন, ধর্ম সম্পাদক মো. সৈয়দুল হক, বন ও পরিবেশ সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক সবুজ কান্তি দে, মহিলা বিষয়ক সম্পাদক রুমা দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রফিক, শ্রম বিষয়ক সম্পাদক কবির আহম্মদ, স্বাস্থ্য ও জনকল্যাণ সম্পাদক সহদেব ঘোষ, সহ দপ্তর-সম্পাদক গোপাল ঘোষ, সহ -প্রচার সম্পাদক নিপু কমার নাথ, সদস্য মনিন্দ্র কুমার দে, রঞ্জিত ঘোষ, বিঞ্চু ঘোষ, এ এম কুতুব উদ্দিন চৌধুরী, রাহুল দাশ, আশিষ চক্রবর্তী বাচ্চু, মহাদেব ঘোষ, বিজয় ঘোষ ,মো.তসলিম, পঙ্কজ রায়, আবু সাঈদ সুমন, একে মাসুদ, মো. জাহেদ, আবু তাহের রানা, মো. ইকবাল, মো. ফরিদ, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, তৌহিদুল ইসলাম মিথুন, জুবায়ের আলম আশিক, ইয়াসির আরাফাত রিকু, শুভ দত্ত, মো. রুবেল, ইসমাইল সাকিব, গোবিন্দ দত্ত, নিয়াজ উদ্দিন তামিম, রাকিব চৌধুরী, রতন চৌধুরী, পিয়াল দে প্রমুখ।
এ সময় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে।
তিনি আরও বলেন, শুধু দুর্যোগে নয়, মানুষের জীবনমান উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
পিডি/টিসি