ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে নাশকতা রোধে কঠোর বার্তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
ট্রেনে নাশকতা রোধে কঠোর বার্তা 

চট্টগ্রাম: রেলপথে নাশকতা রোধে কুমিল্লা রেলওয়ে স্টেশনে বিটপুলিশিং এবং মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।  

রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে উপস্থিত সকলকে অনুরোধ করা হয়। রেললাইনের যন্ত্রাংশ (নাট,বল্টু,স্লিপার ইত্যাদি) চুরি বন্ধে এবং রেলপথে নাশকতা রোধে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে সহায়তা করতে বলেন পুলিশ সুপার।

এরপর পুলিশ সুপার রেলওয়ে স্টাফ এবং যাত্রী সাধারনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি, কুমিল্লা রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা, স্টেশনের সিসি ক্যামেরাসহ স্টেশন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে পুলিশ সুপার স্টেশনে সিসি ক্যামেরা বৃদ্ধি করা, আইপি ক্যামেরা স্থাপন, তদারকি করা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ করেন  এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে স্টাফ, দোকানদার, গন্যমান্য ব্যক্তি ও রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।