ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের পাশে চিটাগাং সিনিয়র’স ক্লাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
শীতার্তদের পাশে চিটাগাং সিনিয়র’স ক্লাব ...

চট্টগ্রাম: শীতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের হতদরিদ্র, গরিব অসহায় মানুষেরা। তাদের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন চিটাগাং সিনিয়র’স ক্লাব লিমিটেড।

নগরের বাগমনিরাম ওয়ার্ডের ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল দিয়েছে এই সামাজিক ক্লাব।  

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে চিটাগাং সিনিয়র’স ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ মানিক বাবলু বলেন, সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ৫০০ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। প্রচণ্ড শীতে নিম্ন আয়ের মানুষজন কষ্ট পাচ্ছে।  শীতের কষ্ট সে-ই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। তাদের সমাজের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে।  

তিনি আরও বলেন, চিটাগাং সিনিয়র’স ক্লাব একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করি মানবতার সেবায় সাধারণ জনগণের পাশে দাঁড়াতে। আমরা এমন উদ্যোগ অবশ্যই অব্যাহত রাখবো।  

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. জাহিদুল ইসলাম মিরাজ, সদস্য দিলদার আহমেদ দিলু, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফাসিউল আলম তাসকিন, সাবেক প্রেসিডেন্ট এস এম আবু মহসিন, অ্যাডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, মো.শাহজাহান, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, রাজিব দত্ত রিংকু, রাজীব কুমার সেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।