চট্টগ্রাম: বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলে অতিমাত্রায় প্লাস্টিক দূষণ হচ্ছে বলে মন্তব্য করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, দূষণের ফলে প্রায় সাতশ’প্রজাতির প্রাণীর ওপর বিরূপ প্রভাব ফেলছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে চুয়েটের পুুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ‘টেকসই সামুদ্রিক ভবিষ্যতের জন্য প্লাস্টিক দূষণ প্রতিরোধ’বিষয়ক গবেষণা সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন ও SCIP Plastics Project-এর সায়িন্টিফিক এক্সপার্ট অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আসিফুল হক। সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছা. ফারজানা রহমান জুঁথী। সঞ্চালনা করেন SCIP Plastics Project-এর গবেষণা সহকারী তৃষা দাশ।
SCIP Plastics Project জার্মানির পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ ও নিউক্লিয়ার নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এআর/পিডি/টিসি