চট্টগ্রাম: নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে বিভিন্ন অপরাধে নগরের চার হোটেল-রেস্টুরেন্টকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোহাম্মদপুরের আল আকসা ফুডসকে ২ লাখ টাকা, আতুরার ডিপোর বাগদাদ হোটেকে ২ লাখ টাকা, খাবার মেলাকে ১ লাখ টাকা ও অক্সিজেনের হোটেল জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এআর/টিসি