ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ ...

চট্টগ্রাম: নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের ( প্রবর্তক বিদ্যাপীঠ) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।  

মঙ্গলবার (২৩ জানুয়ারি) অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবর্তক সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য ঝুলন কুমার বৈষ্ণব।  
কলেজ শাখার প্রভাষক সুচিত্রা চৌধুরী ও স্কুল শাখার শিক্ষক সীমা রাণী  দেব ও কাঞ্চন কুমার দাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার ও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক দীপন কান্তি দাশ।
 

প্রধান অতিথি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার এবং শৃঙ্খলাপরায়ণ ,নিবেদিতপ্রাণ ও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহবান জানান।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।