ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন প্রজন্মের কাছে নেতাজীর আসন স্থায়ী করতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
নতুন প্রজন্মের কাছে নেতাজীর আসন স্থায়ী করতে হবে বক্তব্য দেন কবি-সাংবাদিক আবুল মোমেন।

চট্টগ্রাম: চিত্রশিল্প কখনো কখনো একটি উপন্যাসের চেয়েও শক্তিশালীভাবে অতীত বা বর্তমানকে উপস্থাপন করে। নেতাজী সুভাষ চন্দ্র বসু শুধু দেশপ্রেমিক বিপ্লবীই ছিলেন না, অকুতোভয় অসাম্প্রদায়িক  অগ্রসৈনিকও ছিলেন।

সুন্দর সময়ে আরোহণের জন্য নেতাজী সুভাষ বসু আমাদের নতুন প্রজন্মের কাছে আলোকবর্তিকা,অনুপ্রেরণা ও অদম্য সাহস।  

বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আর্ট ক্যাম্প ও আলোচনা সভায় নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তার বক্তব্যে কবি আবুল মোমেন এ কথাগুলো বলেন।

 

সংগঠন সভাপতি তারিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্ট ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রফেসর রীতা দত্ত।

স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি তাপস হোড়। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ্, অঞ্জন শেখর দাশ, প্রদীপ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী কেএমএ কাইয়ুম, ইঞ্জিনিয়ার প্রদীপ দত্ত, যুগ্ম সম্পাদক প্রণব দাশগুপ্ত, সাজেদুল হাসান, সাজীব বৈদ্য, শম্ভু সরকার, সরোজ চৌধুরী প্রমুখ।  

পরে নেতাজীর বিভিন্ন ভূমিকা নিয়ে প্রতিকৃতি চিত্রে ভাস্বর করে তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও শিল্পী কেএমএ কাইয়ুম, নাসিমা মাসুদ রুবি, প্রণব মিত্র চৌধুরী, সুফিয়া বেগম, উত্তম কুমার বড়ুয়া, মাহবুবুর রহমান চৌধুরী, সুকান্ত চৌধুরী, রাসেল কান্তি দাশ, সঞ্জয় সরকার, মোহাম্মদ রফিক।  

বিকেল ৪টায় আলোচনা সভার মধ্য দিয়ে সুগন্ধাস্থ অস্থায়ী কার্যালয়ে চিত্র প্রদর্শনী শেষ হয়।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।