ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অংকুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
অংকুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ...

চট্টগ্রাম: নগরের নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ বেশকিছু অভিযোগ তুলেছেন শিক্ষকরা।  

সম্প্রতি বিদ্যালয়ের সভাপতি বরাবর শিক্ষকদের পাঠানো এক চিঠিতে সুনির্দিষ্ট ২৩টি অভিযোগ তুলে ধরা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম এবং দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। এসব অনিয়মের মধ্যে রয়েছে- 

সরকারি কারিকুলামের বাইরে গিয়ে একক সিদ্ধান্তে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বইয়ের তালিকা প্রণয়ন করা হচ্ছে।

প্রাথমিকে অতিরিক্ত বিষয় অন্তর্ভুক্ত করে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই অতিরিক্ত ৬ জন অস্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রদত্ত রুটিন অনুসরণ করা হচ্ছে না। দরজা বন্ধ করে দীর্ঘসময় অভিভাবকদের সাথে আলাপচারিতায় মত্ত থাকার কারণে শিক্ষকরা জরুরি প্রয়োজনে দেখা করার সুযোগ পান না। ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে চাহিদার বাইরেও শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মিটিংয়ে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ইত্যাদি।  

অভিযোগের বিষয়ে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন অন্যজন রিসিভ করেন। তিনি বলেন, স্যার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কথা বলতে পারবেন না৷ 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।