চট্টগ্রাম: কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক থেকে একটি মেছোবাঘ আটক করে স্থানীয়রা। বয়সে কম হলেও আটকে রাখা মেছোবাঘটি দেখে অনেকেই বলছেন বড় বিড়াল।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মইজ্জ্যারটেক আবাসিক এলাকার ঝোপ থেকে মেছোবাঘটিকে আটক করে স্থানীয়রা।
আটককৃত মেছোবাঘ বা বন বিড়ালটির উচ্চতায় এক ফুট ২৫-৩০ ইঞ্চি লম্বা।
পটিয়া উপজেলা বন কর্মকর্তা মো. নূরে আলম হাফিজ ও কেইপিজেড বন্যপ্রাণী ইউনিটে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলেও মেছোবাঘটিকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় যুবক ইমরান জানান, এখন আবার ছেড়ে দেওয়া হলে অন্য কাউকে যদি কামড়ে দেয় বা কেউ বাঘটিকে মেরে ফেলে এ ভয়ে মেছোবাঘের ছানাটিকে ছাড়তেও পারছেন না তারা। কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেনকে জানিয়েছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন বিভাগকে জানিয়েছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
বিই/পিডি/টিসি