চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় মাঈন উদ্দিন রিপন (৫২) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালত এ আদেশ দেন।
আসামি মাঈন উদ্দিন নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগী লতিফুন্নেসা (৫২) পাহাড়তলী থানার এলাকার বাসিন্দা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন বলেন, চাঁদাবাজি মামলায় আদালত থেকে জারি হওয়া ওয়ারেন্টমূলে মাঈন উদ্দিন নামে এক আসামিকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারহানা লিজা বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার আসামি মাঈন উদ্দিনকে পাহাড়তলী থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমআই/পিডি/টিসি