ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
চুয়েটের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ...

চট্টগ্রাম: বাসে দুই শিক্ষার্থীর কাছে মাদক পাওয়ার ঘটনায় তাদের সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শৃঙ্খলা কমিটি।

গত বুধবার রাত ১০টার দিকে শহর থেকে চুয়েটের উদ্দেশে ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী বুড়িগঙ্গা বাসে দুই শিক্ষার্থীর পকেটে মাদক পাওয়া যায়।

বৃহস্পতিবার শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির ২৭০তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়।

চুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক মাদক বহন ও সেবন শাস্তিযোগ্য অপরাধ।

মাদক পাওয়ায় দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে হবে। তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থীর জ্যাকেটের পকেটে মাদক পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।