চট্টগ্রাম: খুলশী থানাধীন ঝাউতলা রেলস্টেশন এলাকায় কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. বেলাল প্রকাশ বড় বেলাল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
বেলাল পেশায় সিএনজি অটোরিকশা চালক। তিনি ওই এলাকার মো. আনোয়ারের ছেলে।
জানা গেছে, টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচলরত গ্রাম সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপও যোগ দেয়। পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজান গ্রুপের বেলালকে ছুরিকাঘাত করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মো. বেলাল নামের একজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এসি/টিসি