ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উড়াল দেওয়ার দুই ঘণ্টা পর ফিরে এলো বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
উড়াল দেওয়ার দুই ঘণ্টা পর ফিরে এলো বিমান ...

চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার ২ ঘণ্টা পরে ফিরে এসেছে।  

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়।

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর পাইলট দ্রুত বিমানটি ফিরিয়ে আনেন। বিমানবন্দর থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারানো হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রেখে খাবার সরবরাহ করা হয়েছে। রাত যাপনের ব্যবস্থাও নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪ 
এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।