ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১০২ জন নিয়ে গেল এয়ার এরাবিয়ার সেই ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
১০২ জন নিয়ে গেল এয়ার এরাবিয়ার সেই ফ্লাইট

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ফিরে আসা ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি সারানোর পর ১০২ জন যাত্রী নিয়ে ফের যাত্রা শুরু করেছে।  

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।  

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১৪৯ যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহের উদ্দেশে উড্ডয়ন করেছিল ফ্লাইটটি।

এক ঘণ্টা চলার পর মাঝ আকাশে উড়োজাহাজে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। পাইলট আর সামনে না এগিয়ে চট্টগ্রামে ফিরে আসেন। যাত্রী নিয়ে নিরাপদে রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। যাত্রীদের নিয়ম অনুযায়ী আগ্রাবাদের বিভিন্ন হোটেলে রাখা হয়।  

ইতিমধ্যে কিছু যাত্রী এয়ার এরাবিয়ার আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে যান। কিছু যাত্রী টিকিট ফেরত দেন। অবশেষে উড়োজাহাজ মেরামতকাজ শেষে সন্ধ্যায় ফ্লাইটটি ১০২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।