চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ফিরে আসা ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি সারানোর পর ১০২ জন যাত্রী নিয়ে ফের যাত্রা শুরু করেছে।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ১৪৯ যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহের উদ্দেশে উড্ডয়ন করেছিল ফ্লাইটটি।
ইতিমধ্যে কিছু যাত্রী এয়ার এরাবিয়ার আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে যান। কিছু যাত্রী টিকিট ফেরত দেন। অবশেষে উড়োজাহাজ মেরামতকাজ শেষে সন্ধ্যায় ফ্লাইটটি ১০২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি