চট্টগ্রাম: কুষ্ঠ রোগীকে অবহেলার কোনো কারণ নেই। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়।
রোববার (২৮ জানুয়ারি) বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের উদ্যোগে সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. অং সুই প্রু মারমা, সহকারি পরিচালক ডা. আবদুল মান্নান, চর্ম ও যৌন রোগ বিভাগের রেজিস্ট্রার ডা. দেবপ্রতিম বড়ুয়া প্রমুখ।
আলোচনার সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’। প্রতি বছর জানুয়ারির শেষ রবিবার এ দিবসটি পালিত হয়।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ রফিকুল মাওলা বলেন, কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ। দেশের সরকারি হাসপাতালে এর চিকিৎসা ব্যবস্থা আছে।
এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই এ রোগকে অবহেলা নয়। দরকার সঠিক সময়ে সঠিক চিকিৎসা। কারণ সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ায় এ রোগে আক্রান্তের অনেকেই পরবর্তীতে প্রতিবন্ধীসহ নানা সমস্যায় পড়েন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমআর/পিডি/টিসি