চট্টগ্রাম: আধুনিক ইন্টেরিয়র এক্সটরিয়র সলিউশন, লাইফস্টাইলের নান্দনিক পণ্য ও সেবা নিয়ে শুরু হচ্ছে লাইফস্টাইল এক্সপো চট্টগ্রাম ২০২৪।
৩১ জানুয়ারি সকাল ১১টায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে তিনদিনের এক্সপো উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ।
বিশেষ অতিথি থাকবেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম চেয়ারম্যান এমএ রশিদ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আশিক ইমরান।
এক্সপোতে ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইন, ম্যাটেরিয়াল, পেইন্ট, লাক্সারি বাথওয়্যার, স্মার্ট কিচেন সলিউশন, এয়ার কন্ডিশন, ডিজিটাল অটোমেশন, ল্যান্ডস্ক্যাপিং, হোম ডেকোরসহ দেশি বিদেশি পণ্য, সেবা থাকবে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রেডিসন ব্লুর মেঘনা হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এক্সপোর আহ্বায়ক মো. দেলোয়ার হোসাইন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলিট পেইন্টের পরিচালক সাজির আহমেদ বলেন, আমাদের জন্য সুন্দর প্লাটফর্ম হচ্ছে এক্সপো। রং সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সম্পদের স্থায়িত্ব বাড়ায়। চট্টগ্রামে রঙের বাজার ক্রমশ বড় হচ্ছে। আমরা এক্সপোতে গ্রাহকদের ২৫ শতাংশ ছাড় দেব।
সুইসের কান্ট্রি হেড সরফুদ্দিন ইকবাল শুভ বলেন, আমরা লাক্সারি লাইফস্টাইলের জন্য কাজ করি। এক্সপোর মাধ্যমে চট্টগ্রামের মানুষ প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন।
এক্সপো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এআর/এসি/টিসি