চট্টগ্রাম: সীতাকুণ্ডে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার (ক্লিপ) ভেঙে ১৪টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। যার কারণে তিন ঘণ্টা পর পৌনে ৫টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর এয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটি ইঞ্জিন বগি এসে বিচ্ছিন্ন হওয়া ট্রেনের বগিগুলো টেনে এনে ইঞ্জিনের পেছনে ফের জুড়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ডের উত্তর এয়াকুব নগর এলাকা পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনের পেছনের বাফারটি (ক্লিপ) ভেঙে যায়।
এতে ইঞ্জিনের পেছনে জুড়ে থাকা ট্রেনের ১৪টি বগি খুলে বিচ্ছিন্ন হয়। কিন্তু চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিনের পেছন থেকে খুলে দেওয়া বগিগুলো ফেলে ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
বিই/পিডি/টিসি