চট্টগ্রাম: বাঁশখালীর কালীপুর ও সাধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোয়ালকাটা পূর্ব পাহাড়ি এলাকায় জমিতে নেমে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল।
বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে পাহাড় থেকে নেমে আসা ১২-১৫টি হাতি প্রায় ৫০ একর জমির ফসল নষ্ট করে দিয়ে ফিরে যায়।
পূর্ব গুনাগরী এলাকায় আবু তাহের, জাফরুল ইসলাম, আব্দুল কাদের, মোহাম্মদ ইউছুফ, রেজাউল করিম জানান, গভীর রাতে হাতির দল জমিতে নেমে এসে রাতভর তাণ্ডব চালায়। এতে বিভিন্ন ফসল ও সবজির বাগান নষ্ট হয়ে গেছে।
এর আগে গত সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার ভোরে হাতির দল সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম উত্তর পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রকাশ রঞ্জন চৌধুরীর বাড়ি ও স্কুল গেটের দক্ষিণ পাশে তাণ্ডব চালায়। স্থানীয় প্রবীণ চৌধুরী ও পীযূষ চৌধুরীর বাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকের গাছপালা-ক্ষেতখামার নষ্ট হয়ে যায়।
গবেষকরা বলছেন, বন-জঙ্গলে হাতির খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। হাতিকে পাহাড়ে রাখার পরিবেশ সৃষ্টি করতে না পারলে কিংবা তার চাহিদা মেটাতে না পারলে ভবিষ্যতে এই অঞ্চলের পাহাড়ের নিকটবর্তী আরও বিভিন্ন এলাকা আক্রান্ত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, এ বিষয়ে বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এসি/টিসি