ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় জমির মাটি কাটার দায়ে ৪ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
সাতকানিয়ায় জমির মাটি কাটার দায়ে ৪ জনকে কারাদণ্ড ...

চট্টগ্রাম: সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার দায়ে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিতরা হলেন- কালিয়াইশ ২ নম্বর ওয়ার্ডের আহমদ শফির পুত্র বোরহান উদ্দীন (১৮), ৯ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের পুত্র রিফাতুল ইসলাম (২০), নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের পুত্র সাজ্জাদ হোসেন (১৯) ও পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ির হারুনুর রশিদের পুত্র আজিজুল আমিন (৩২)।

তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।