ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে অনুষ্ঠিত হলো শ্রী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
রাউজানে অনুষ্ঠিত হলো শ্রী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব 

চট্টগ্রাম: রাউজানে অনুষ্ঠিত হল শ্রী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাউজান থানাধীন কুণ্ডেশ্বরী ঘাটাস্থ চিগসু অখণ্ড মণ্ডলীর উপাসনা মন্দিরে আবির্ভাব উৎসব পালন করা হয়।

উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। ডা. মৃদুল কান্তি দে’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাটহাজারী শ্রীশ্রী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

বিশিষ্ট আলোচক ছিলেন শিক্ষাবিদ মনতোষ মজুমদার, অজিত দাশ, চিরঞ্জীব চৌধুরী, প্রকৌশলী সরোজ কুমার রায়, শম্ভু মিত্র, স্বপন তলাপাত্র, বাবলু চৌধুরী, ননী গোপাল আচার্য্য প্রমুখ।  

পলাশ তালুকদার ও রাহুল চৌধুরী’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মণ্ডলীর সাধারণ সম্পাদক তমাল ধর।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।