ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শুক্রবারে আকদ, রোববারে না ফেরার দেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
শুক্রবারে আকদ, রোববারে না ফেরার দেশে রায়হান উদ্দিন

চট্টগ্রাম: মাত্র দুই দিন আগে বেশ ঘটা করে আকদ করেছিলেন রায়হান উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নববধূর হাতে হাত রাখা ছবি পোস্ট করেন তিনি।

কে জানতো মাত্র দু’দিন না যেতে এমন সুখের স্মৃতি রূপ নিবে বিষাদে।  

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটে লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান রায়হান।

 

নিহত রায়হান উদ্দিন হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিনি নগরের বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়হানের শিক্ষা প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহপাঠীরা তার এমন চলে যাওয়া মেনে নিতে পারছে না কোনোভাবেই।  

তারা জানান, খুব হাস্যজ্জ্বোল ছিল সে। গত শুক্রবার আকদ হয়েছিল তার। এপ্রিলের শেষ সপ্তাহে বিয়ের সম্ভাব্য তারিখ রাখা হয়েছিল। কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসা হলো না রায়হানের। তার এমন চলে যাওয়া আমাদের কাছে যেন বিনা মেঘে বজ্রপাতের মত। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।