চট্টগ্রাম: আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে ১৮টি কাঁচাঘর। এতে দগ্ধ হয়েছে শিশুসহ ৫ জন।
রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নে উত্তর পরুয়া পাড়া ১ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. হেলাল (৩৫), মো. জামাল (৪৫), শিশু নিহা (১৩), হাসান (১০) ও তানিয়া (৫)।
ইউপি সদস্য মো. ইসহাক বাংলানিউজকে জানান, রাতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে।
আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মং সুইন্যু মারমা বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস রাত ২টায় খবর পায়। ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘন্টা সময় লাগে। একটি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এমআর/এসি/টিসি