চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়ন এবং রাউজান সীমান্ত অংশের হালদা নদীতে অভিযান চালিয়ে ৮টি চার হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ কর্মকর্তা, গ্রাম পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসি/টিসি