ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে ইউনিক সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা কার্যালয়।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

 

চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম বাংলানিউজকে জানান, ইউনিক ইউনিক সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। এতে দেখা যায়, অপরিষ্কার পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি।

এছাড়া খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

এমন অভিযান ভবিষ্যতেও চলামন থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।